তুমি যদি পাখি হও
                     আমি হবো বাসা ,
তুমি যদি প্রেম হও,
                     আমি ভালোবাসা। 
        
        তুমি যদি পাখি হও
                     আমি হবো বাসা ,
তুমি যদি প্রেম হও,
                     আমি ভালোবাসা। 
        মিষ্টি একটি মেয়ে এলো মিষ্টি মাখা ক্ষন,
মিষ্টি একটি ক্থা বলে কাড়ল মোর মন। 
মিষ্টি তার মাথার চুল মিষ্টি কানের দুল
মিষ্টি এই মেয়েটি এক মিষ্টি রাঙ্গা ফুল।
        আমি ভাবি তোমার জন্য
                           ভাবছো তুমি কি?
আমি জাগি তোমার জন্য
                       তুমি ঘুম পড়েছো নাকি? আমি লেখি তোমার জন্য 
        যখন আমার মনে
                   তোমার ছবি আঁকি;
তুমি তখন ফুলের বনে
                    ফুল তুলছো নাকি?
        প্রেয়সী তোমার জন্য আমার
                          আমার রাত্র নিদ্রাহীন;
প্রেয়সী তোমার জন্য  আমার
                           অলস কাটি দিন।