যখন আমার মনে
তোমার ছবি আঁকি;
তুমি তখন ফুলের বনে
ফুল তুলছো নাকি?
যখন তোমার চোখের পাতায়
নামছে ঘুমের ধারা:
আমি তখন নিদ্রাহীন
গুনছি আকাশ তারা।
যখন তুমি বকুল তলায়
গাঁথছো গলার হার;
আমি তখন চিলেকোঠায়
পাচ্ছি সুবাস তার।
তুমি যখন রং তুলিতে
আঁকছো আমার ছবি;
আমি তখন কাব্য লিখে
হলাম তোমার কবি ।
সমাপ্ত