তুমি যদি পাখি হও
আমি হবো বাসা ,
তুমি যদি প্রেম হও,
আমি ভালোবাসা।
তুমি যদি বাঁশি হও
আমি তার গান,
তুমি যদি মন দাও
আমি হৃদয় করি দান।
তুমি যদি আকাশ হও
আমি তার তারা,
তুমি যদি নদী হও
আমি তার ধারা।
তুমি যদি রাখাল হও
আমি তার বাঁশি,
তুমি বনফুল হও
আমি ভালোবাসি।
তুমি যদি চাষী হও
আমি হবো মাঠ,
তুমি যদি ফসল হও
আমি হবো হাট।
সমাপ্ত