আমি ভাবি তোমার জন্য
ভাবছো তুমি কি?
আমি জাগি তোমার জন্য
তুমি ঘুম পড়েছো নাকি? আমি লেখি তোমার জন্য
০২. “কবির কল্পনা”
যখন আমার মনে
তোমার ছবি আঁকি;
তুমি তখন ফুলের বনে
ফুল তুলছো নাকি?
০৩. প্রেয়সী তোমার জন্য
প্রেয়সী তোমার জন্য আমার
আমার রাত্র নিদ্রাহীন;
প্রেয়সী তোমার জন্য আমার
অলস কাটি দিন।
০২ . অঙ্কুর
মৃত্তিকার অন্ধঁকারে অঙ্কুরিত উদ্ভিদ
অন্য কাষ্ঠ ছায়া করে বিতরণ।
শ্বেতাঙ্গ ডিমের হলুদ কুসুম জমে
প্রাণ পায় পক্ষী-শাবক॥