আমি ভাবি তোমার জন্য
ভাবছো তুমি কি?
আমি জাগি তোমার জন্য
তুমি ঘুম পড়েছো নাকি? আমি লেখি তোমার জন্য
তুমি লিখছো কি?
আমায় ভুলে পরকে তুমি
লিখছো চিঠি ছিঃ!
তুমি পড়ছো রাত্রি জেগে
আমার পড়ায় ফাঁকি, আমি ভাবি তোমার কথা
ভাবছো তুমি নাকি?
আমার চোখ দেখছে তোমার
মায়ায় ভরা আঁখি,
তোমায় কাছে পেতে প্রিয়
আর কতো দিন বাকি?
* সমাপ্ত