মিষ্টি একটি মেয়ে এলো মিষ্টি মাখা ক্ষন,
মিষ্টি একটি ক্থা বলে কাড়ল মোর মন।
মিষ্টি তার মাথার চুল মিষ্টি কানের দুল
মিষ্টি এই মেয়েটি এক মিষ্টি রাঙ্গা ফুল।
মিষ্টি তার ঠোঁট মিষ্টি গোলাপ রাঙ্গা হাসি,
মিষ্টি রাঙ্গা মুখটি তার খুবই ভালবাসি।
মিষ্টি গালের তিল মিষ্টি চোখের নীল,
মিষ্টি মেয়ের জোড়া চোখে পদ্ম বিল।
মিষ্টি গায়ের রং মিষ্টি দেহের ঘ্রাণ,
মিষ্টি খেতে সদা পাগল আমার প্রাণ।
মিষ্টি তার চোখ মিষ্টি লাজুক চোখ,
মিষ্টি মেয়ে দেখতে পথে বসে লোক।
মিষ্টি তাহার মুখ মিষ্টি তাহার বুক ,
মিষ্টি মেয়ে দেখলে লাগে মনে সুখ।
মিষ্টি তার গাল মিষ্টি খোঁপার পাল,
মিষ্টি মিষ্টি গন্ধ তার বইছে চিরকাল।
মিষ্টি তার মুখের ভাষা মিষ্টি গানের সুর ,
মিষ্টি রূপে এলো বুঝি স্বর্গ থেকে হুর।