প্রেয়সী তোমার জন্য আমার
আমার রাত্র নিদ্রাহীন;
প্রেয়সী তোমার জন্য আমার
অলস কাটি দিন।
প্রেয়সী তোমার জন্য আমার
নিত্য অপেক্ষা,
প্রেয়সীর তোমার জন্য আমার
ব্যাকুল প্রতীক্ষা।
প্রেয়সী তোমার জন্য গাছে
রাত্রে ফোটে ফুল,
প্রেয়সী তোমার জন্য আমার
টাক হারালো চুল।
প্রেয়সী তোমার জন্য এলো,
মরা গাঙ্গে জোয়ার,
প্রয়সী তোমার জন্য আমার
ভরলো ফুলে দুয়ার।
প্রেয়সী তোমার জন্য আমার
ডায়েরী হলো লেখা ,
প্রেয়সীর তোমার জন্য আমার
বিশ্ব ভুবন দেখা।
সমাপ্ত