মৃত্তিকার অন্ধঁকারে অঙ্কুরিত উদ্ভিদ
অন্য কাষ্ঠ ছায়া করে বিতরণ।
শ্বেতাঙ্গ ডিমের হলুদ কুসুম জমে
প্রাণ পায় পক্ষী-শাবক॥
মাতৃ-রেহেমে অঙ্কুরিত ভ্রুণ-
রক্ত মাংশে হয় আশরাফ মানব।
কবিতার বীজতলা এখন উর্বর ভূমি
তুমি বপন করো তোমার বীজ ;
যদি প্রাণহীন থেকে হয় প্রাণের সৃষ্টি
তবে প্রাণহীন কবিতায় ঘটবে মহা-বিস্ফোরণ।
বিশ্বজুড়ে ঘটবে আবার বিপ্লবী কাব্য জাগরণ।
আর তুমি অঙ্কুরিত হলে- ”কবিরা করবে পৃথিবী শাসন॥”
বি:দ্র: তরুণ কবি অদেখা পত্র বন্ধু কবি আজিজুর রহমান শিমুলের (আরশি গাইন) প্রতি ভালোবাসায় লেখা। যিনি অঙ্কুর ছদ্মনাম ব্যবহার করেন।
বি:দ্র: ২৫ বছর পর আজ ২০২৫ সালে জানলাম তিনি আজিজুর রহমান থেকে আরশি গাইন হয়েছেন।