Skip to content

কবি সাঈদ রায়হান

  • মূল পাতা
  • সাহিত্য
    • বাংলা সাহিত্য
    • ফিচার সাহিত্য
    • সাহিত্য সমালোচনা
  • গল্প
    • রম্য গল্প
    • ছোটগল্প
  • কবিতা
    • গীতি কবিতা
    • প্রিয় কবিতা
    • প্রেমের কবিতা
    • আবৃত্তি
  • উপন্যাস
  • প্রবন্ধ
  • নিবন্ধ
  • বুক রিভিউ
  • কবি পরিচিতি
  • যোগাযোগ
  • লগ ইন
গ্রন্থ: কবিতায় বিপ্লব

০২ . অঙ্কুর

- নভেম্বর 1, 2025 - কবি সাঈদ রায়হান
মৃত্তিকার অন্ধঁকারে অঙ্কুরিত উদ্ভিদ
অন্য কাষ্ঠ ছায়া করে বিতরণ।
শ্বেতাঙ্গ ডিমের হলুদ কুসুম জমে
প্রাণ পায় পক্ষী-শাবক॥

মাতৃ-রেহেমে অঙ্কুরিত ভ্রুণ-
রক্ত মাংশে হয় আশরাফ মানব।

কবিতার বীজতলা এখন উর্বর ভূমি
তুমি বপন করো তোমার বীজ ;
যদি প্রাণহীন থেকে হয় প্রাণের সৃষ্টি
তবে প্রাণহীন কবিতায় ঘটবে মহা-বিস্ফোরণ।
বিশ্বজুড়ে ঘটবে আবার বিপ্লবী কাব্য জাগরণ।

আর তুমি অঙ্কুরিত হলে- ”কবিরা করবে পৃথিবী শাসন॥”

বি:দ্র: তরুণ কবি অদেখা পত্র বন্ধু কবি আজিজুর রহমান শিমুলের (আরশি গাইন) প্রতি ভালোবাসায় লেখা। যিনি অঙ্কুর ছদ্মনাম ব্যবহার করেন।

বি:দ্র: ২৫ বছর পর আজ ২০২৫ সালে জানলাম তিনি আজিজুর রহমান থেকে আরশি গাইন হয়েছেন।

পোস্ট ন্যাভিগেশন

০৩. প্রেয়সী তোমার জন্য

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কবি পরিচিতি
কবি সাঈদ রায়হান

বিভাগসমূহ

  • গ্রন্থ: উপকূলের কাব্য (1)
  • গ্রন্থ: একুশ শতকের কবিতা (2)
  • গ্রন্থ: কবিতায় বিপ্লব (2)
  • গ্রন্থ: প্রাথমিক প্রেম (5)
  • ছোটগল্প (1)
  • রম্য গল্প (1)

কবি পরিচিতি

কবি সাঈদ রায়হান একজন কবি। বিশিষ্ট লেখক ও কথা সাহিত্যিক। গীতিকার,গল্পকার ও ছড়াকার। সুন্দরবন বেষ্টিত সাতক্ষীরা জেলার কৃতি সন্তান। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক কপোতাক্ষ নদের তীরবর্তী পাটকেলঘাটা থানার জুজখোলা গ্রামে এক সম্ভ্রান্ত উচ্চ শিক্ষিত মধ্যবিত্ত মুসলিম পরিবারে সন্তান। তার জন্ম ১৯৮৭ সালের ১ লা সেপ্টেম্বর মঙ্গলবার। পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের মাতুতালায়ে জন্মগ্রহণ করেন তিনি। পিতা: মোঃ. রিয়াজ উদ্দিন মোড়ল এবং মাতা : রত্নগর্ভা আকলিমা খাতুনের দ্বিতীয় পুত্র সন্তান। ছয় ভাই ও এক বোন সকলেই বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত রয়েছেন।

তিনি ২০০৩ সালে পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর … আরও পড়ুন……

কপিরাইট: কবি সাঈদ রায়হান। ডিজাইন ও সহযোগীতায় : জাহিদুর রহমান।.