বিংশ শতাব্দীতে জন্ম আমার একবিংশ শতাব্দীতে পথচলা,
দুই শতাব্দীর সন্ধিক্ষণে-ফেলেছি পায়ের ধুলা।
আমি দেখেছি পৃথিবীর বিচিত্র রং, ইতিহাসের উত্থান,
কতো কর্তৃত্ববাদী শাসকের লাশ হয়েছে দাফন গোরস্থান।
        গ্রন্থের নাম : একুশ শতকের কবিতা
        বিংশ শতাব্দীতে জন্ম আমার একবিংশ শতাব্দীতে পথচলা,
দুই শতাব্দীর সন্ধিক্ষণে-ফেলেছি পায়ের ধুলা।
আমি দেখেছি পৃথিবীর বিচিত্র রং, ইতিহাসের উত্থান,
কতো কর্তৃত্ববাদী শাসকের লাশ হয়েছে দাফন গোরস্থান।
        জুলাই দুই হাজার চব্বিশ।
রক্তের অক্ষরে লেখা হলো জাতির নতুন ইতিহাস।
দেশব্যাপী শুরু হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
দাবী উঠলো-”কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক।”