বিংশ শতাব্দীতে জন্ম আমার একবিংশ শতাব্দীতে পথচলা,
দুই শতাব্দীর সন্ধিক্ষণে-ফেলেছি পায়ের ধুলা।
আমি দেখেছি পৃথিবীর বিচিত্র রং, ইতিহাসের উত্থান,
কতো কর্তৃত্ববাদী শাসকের লাশ হয়েছে দাফন গোরস্থান।
        
        বিংশ শতাব্দীতে জন্ম আমার একবিংশ শতাব্দীতে পথচলা,
দুই শতাব্দীর সন্ধিক্ষণে-ফেলেছি পায়ের ধুলা।
আমি দেখেছি পৃথিবীর বিচিত্র রং, ইতিহাসের উত্থান,
কতো কর্তৃত্ববাদী শাসকের লাশ হয়েছে দাফন গোরস্থান।
        বাংলার দক্ষিনে-ভারতের এক কোণে সাতক্ষীরা জেলা ,
বড় আকর্ষণ-সুন্দরবন এখানে কাটায় জীবন বেলা।
পূর্বে খুলনা-সাথে চালনা পশ্চিমে ভারত ভূমি ,
উত্তরে যশোর-দক্ষিণে সাগর মাঝে ম্যানগ্রোভ বনভূমি ।
        এদেশে একদিন বিপ্লব আসবেই ,
কবিতার আঘাতে জনতা জাগবেই।
বঞ্চিত মানুষের অধিকার ,
নিপিড়িত মানুষের হাহাকার-
কবিতায় সুর হয়ে বাজবেই।
                    একদিন বিপ্লব আসবেই ॥
        জুলাই দুই হাজার চব্বিশ।
রক্তের অক্ষরে লেখা হলো জাতির নতুন ইতিহাস।
দেশব্যাপী শুরু হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
দাবী উঠলো-”কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক।”
        মৃত্তিকার অন্ধঁকারে অঙ্কুরিত উদ্ভিদ
অন্য কাষ্ঠ ছায়া করে বিতরণ।
শ্বেতাঙ্গ ডিমের হলুদ কুসুম জমে
প্রাণ পায় পক্ষী-শাবক॥