
কবি সাঈদ রায়হান
কবি সাঈদ রায়হান। একজন কবি। বিশিষ্ট লেখক ও কথা সাহিত্যিক। গীতিকার,গল্পকার ও ছড়াকার। সুন্দরবন বেষ্টিত সাতক্ষীরা জেলার কৃতি সন্তান। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক কপোতাক্ষ নদের তীরবর্তী পাটকেলঘাটা থানার জুজখোলা গ্রামে এক সম্ভ্রান্ত উচ্চ শিক্ষিত মধ্যবিত্ত মুসলিম পরিবারে সন্তান। তার জন্ম ১৯৮৭ সালের ১ লা সেপ্টেম্বর মঙ্গলবার। পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের মাতুতালায়ে জন্মগ্রহণ করেন তিনি। পিতা: মোঃ. রিয়াজ উদ্দিন মোড়ল এবং মাতা : রত্নগর্ভা আকলিমা খাতুনের দ্বিতীয় পুত্র সন্তান। ছয় ভাই ও এক বোন সকলেই বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত রয়েছেন।
তিনি ২০০৩ সালে পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর সাতক্ষীরা সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং সরকারি বিএল কলেজ খুলনা থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। একই সাথে তিনি দারুল উলুম আলিয়া মাদ্রাসা থেকে আলিম ও ফাজিল কোর্স সম্পন্ন করেন।
পেশাগত জীবনে বর্তমানে তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কর্মরত রয়েছেন।
কবির কবিতা লেখার হাতে খড়ি ১০ বছর বয়সে। সেই ১৯৯৭ সালে যখন ৫ম শ্রেণীর ছাত্র। তার লেখার প্রধান মাধ্যম হলো কবিতা। কবিতা রচনায় তিনি দারুন স্বাচ্ছন্দ্যবোধ করেন। কবিতা ছাড়াও তিনি ছোট গল্প প্রবন্ধ উপন্যাস ও গণ- সঙ্গীত রচনা করেন। নিয়মিত লেখক ছিলেন কিশোর কন্ঠ, মাসিক হৃদয় কানন ও লিটল ম্যাগাজিনে। প্রথম প্রকাশিত কবিতা “মুক্তি” ২০০০ সালে , যখন তিনি অষ্টম শ্রেণীর ছাত্র। সাঁকো প্রকাশনী, খুলনা থেকে প্রকাশিত “বনফুলের সন্ধানে” ও নতুন “তারার মিছিলে” কাব্য গ্রন্থের তিনি ছিলেন নির্বাচিত কবি।
তিনি ছিলেন বাংলাদেশ বেতার খুলনার একজন আবৃত্তি শিল্পী এবং আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সংগঠক। ২০০৭ সাল পর্যন্ত তিনি ডয়চেভেলে জার্মান রেডিও বন, ভয়েজ অফ আমেরিকা, বিবিসি বাংলা, চীন আন্তর্জাতিক বেতার, রেডিও তেহরান, রেডিও কায়রো, রেডিও রাশিয়া, রেডিও ভেরিতাসহ ২০ টির বেশি আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সাথে নিয়মিত পত্র যোগাযোগ রাখতেন এবং স্ব-রচিত কবিতা প্রেরণ করে সনদ ও সদস্যপদ লাভ করেন।
ঢাকায় অধ্যায়নকালে তিনি রাজধানীর বাংলাবাজার ফুটপাত থেকে দুই সহস্রাধিক বই সংগ্রহ করেন পরবর্তীতে যা দান করে দেন নিজের প্রতিষ্ঠিত দুরন্ত সাহিত্য পাঠাগারে। তিনি ছিলেন কপোতাক্ষ সাহিত্য ও সংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠা সভাপতি।
পাটকেলঘাটা থানার অন্তর্গত বড়বিলা গ্রামে নানার বাড়িতে তিনি সরকারি খাস জমিতে ২০০২ সালে নবম শ্রেণীতে অধ্যয়নকালে প্রতিষ্ঠা করেন “দুরন্ত সাহিত্য পাঠাগার” এবং পরের বছর প্রতিষ্ঠা করেন “দুরন্ত আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘ।”
তার রচিত গ্রন্থের সংখ্যা চৌদ্দটি। কাব্য গ্রন্থ সমূহ হলো:
- কবিতায় বিপ্লব
 - প্রেম ফাগুনের রক্ত গোলাপ
 - প্রেম আগুনের পদ্মরাগ
 - একুশ শতকের কবিতা
 - জাগরণের ডাক
 - আবুকবির ছড়া
 - স্বদেশ আমার
 - রুপ সাগরের বেলাভূমি
 - আবু কবির জীবন ছড়া
 - আসমানী সুধা
 - কবির মৃত্যু
 - ধর্মান্ধের মুখোশ উন্মোচন
 - সাঈদ রায়হানের চতুর্দশপদী কবিতাবলী ইত্যাদি।
 
তার রয়েছে গীতিকবিতার বিশাল ভান্ডার। “ভুল করে লেখা ডায়েরী” “জীবনের গানখানি মোর” নামে দুটি গীতি কবিতার বই। রয়েছে গণসংগীত বিষয়ক দ্রোহের গান “বিপ্লবের রক্ত রাঙা পথ”।
এছাড়া “উপকূলের কান্না” ও “ইছামতির কন্যা” নামে শিরোনামে দুটি ভৌগলিক উপন্যাস রচনায় ব্রতী হয়েছেন। রচনা করেছেন “উপকূলের উপখ্যান” নামে ছোটগল্প গ্রন্থ।
এছাড়া রয়েছে সাঈদ রায়হানের নির্বাচিত ছোটগল্পের বই “আবুকবির জীবন গল্প” ।
বর্তমানে তিনি সাতক্ষীরা জেলার কবি লেখকদের রচনা নিয়ে “উপকূলের কাব্য” শিরোনামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করছেন।২০২৬ সালের অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে যৌথ কাব্যগ্রন্থ “কাব্য জীবন”। বইটি প্রকাশ করেছে দ্বিপ্রান্তিক প্রকাশনী, বাংলাবাজার ঢাকা। এছাড়া প্রকাশিত হয়েছে প্রেম বিষয়ক যৌথ কাব্যগ্রন্থ “দীঘল বিরহের নীলপদ্ম”। বইটি প্রকাশ করেছে সন্ধান প্রকাশনী, ঢাকা বাংলাদেশ।
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় শিশু কিসের পত্রিকা “মাসিক নবপথ” পত্রিকার তিনি সাহিত্য সম্পাদক।
কবি ২০২০ সালে রুমানা আফরিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে জেলা শহরের সস্ত্রীক বসবাস করছেন।
তার কবিতা পাঠে পাঠক দ্রোহ প্রেম প্রকৃতি ও বিপ্লবের মন্ত্রে উজ্জীবিত হবেন।