এদেশে একদিন বিপ্লব আসবেই ,
কবিতার আঘাতে জনতা জাগবেই।
বঞ্চিত মানুষের অধিকার ,
নিপিড়িত মানুষের হাহাকার-
কবিতায় সুর হয়ে বাজবেই।
একদিন বিপ্লব আসবেই ॥
শোষিত মজলুম জনতার-
ক্ষুধিত মানুষের চিৎকার ;
কাগজের বুকে, কলমের মুখে-
বিপ্লবী কবিরা লেখে যুগে যুগে ,
কবিতার বুলেটে বিষ্ফোরন ঘটবেই।
একদিন বিপ্লব আসবেই ॥
কবিতার বারুদে বিষ বিষ গন্ধ ,
কবিদের সাথে তাই যালিমের দ্বন্ধ।
নয় নাটকের থিয়েটার-বক্তৃতার মঞ্চ
কবিতায় হবে আজ রেঁনেসার জন্ম।
বাতিলেরা ভীতু হয়ে ময়দান ছাড়বেই।
একদিন বিপ্লব আসবেই ॥
হিরোশিমা- নাগাসাকি আরো কতো দেশ,
ফ্যাটম্যান-লিটলবয় করে দিল শেষ।
আর নয় বোমাবাজী কামানের শব্দ ,
জামানার জঙ্গীরা হবে কবিতায় জব্দ।
কবিতার আগ্নেয়গিরী দিবানিশি জ্বলবেই।
একদিন বিপ্লব আসবেই ॥
রচনাকাল : ২৬ মে ২০০৮ ইং।